ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরগুনায় কাজিরাবাদ ইউপি উপ-নির্বাচন স্থ‌গিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
বরগুনায় কাজিরাবাদ ইউপি উপ-নির্বাচন স্থ‌গিত

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন স্থগিত ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন।

রোববার (১২ জুন) রাতে কাজিরাবাদ ইউনিয়ন প‌রিষদ উপ-নির্বাচনের রিটা‌র্নিং কর্মকর্তা কাজি সহীদুল ইসলাম বাংলানিউজকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

রোববার রাতে বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজি সহীদুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন ঘটনার সততা নিশ্চিত করে জানান, নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ত‌বে কী কারণে নির্বাচন স্থ‌গিত করা হ‌য়ে‌ছে চি‌ঠি‌তে সেটা উল্লেখ করা হয়‌নি। পরব‌র্তী নি‌র্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থ‌গিত রাখতে বলা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।