কুমিল্লা: ৫১ মিনিটে এক ভোট পড়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের একটি বুথে। কুমিল্লা হাইস্কুলের ওই কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত এবং এই কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।
সকাল ৮টা ৫১ মিনিটে কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে ভোটার উপস্থিতি মোটামুটি। তবে মোটামুটি ভোটার উপস্থিতি থাকলেও ভোটদান পর্ব চলছে ঢিমেতালে।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা অপর্ণা সেন বলেন, সকাল সাড়ে ৭টায় লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইন সামনের দিকে অগ্রসর হচ্ছে না।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফজলুল করিম জানান, কারিগরি ত্রুটির কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের টিম এসেছে। শিগগিরই মেশিন সচল হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
আরএ