ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরগুনায় ইউপি নির্বাচন: সবকটিতেই নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বরগুনায় ইউপি নির্বাচন: সবকটিতেই নৌকার প্রার্থী জয়ী

বরগুনা: বরগুনায় ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।  

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

পচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকার বিজয়ী প্রার্থী আ. রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর খোকন পেয়েছেন ৩ হাজার ২২৮ ভোট। ছোটবগী ইউনিয়নে আওয়ামীলিগ মনোনিত নৌকার প্রার্থী তৌফিকুজ্জামান তনু পেয়েছেন ৫ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ৮১৫ ভোট।  

কড়ইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লিগ মনোনিত নৌকার প্রার্থী মো. ইব্রাহীম পেয়েছেন ৩ হাজার ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল হক সিকদার পেয়েছেন ২ হাজার ৬৪২ ভোট। বড়বগী ইউনিয়নে আওয়ামীলিগ মনোনিত নৌকার প্রার্থী আলমগীর হোসেন মুন্সি পেয়েছেন ৪ হাজার ৯১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী শাহাদাৎ হোসেন মাতুব্বর পেয়েছেন ৩ হাজার ০২২ ভোট।  

নিশানবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লিগ মনোনিত নৌকার প্রার্থী মো. বাচ্চু মিয়া পেয়েছেন ৫ হাজার ৪০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীশাহজালাল পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।

বরগুনার তালতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ইউনিয়নে ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।