ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মাদারীপুরের ২ উপজেলার ৬ ইউপিতে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
মাদারীপুরের ২ উপজেলার ৬ ইউপিতে বিজয়ী হলেন যারা

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে বুধবার (১৫ মে) বিকেলে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।  

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট।

পূর্ব এনায়েতনগর ইউপিতে নেয়ামুল আকন আনারস প্রতীকে ৪ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী মাহাবুব আলম পেয়েছেন ৩ হাজার ৪১০ ভোট।

অন্যদিকে, রাজৈর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক উন্মুক্ত রাখায় চারটি ইউপিতে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খালিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে সিরাজুল হক মোল্লা, হোসেনপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান, আমগ্রাম ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে সুভাষ চন্দ্র সরকার ও বদরপাশা ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে মো. গোলাম ফারুক বেসরকারিভাবে বিজয়ী হন।

মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছয় ইউপিতে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর কোনো প্রকার অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।