ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নারায়ণগঞ্জে ৭ দিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
নারায়ণগঞ্জে ৭ দিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতদিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত নারায়ণগঞ্জে বৈধ ও লাইসেন্স থাকা অস্ত্র বহন এবং প্রদর্শনে করা যাবে না। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।