ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘ডায়েরি অব জেনোসাইড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘ডায়েরি অব জেনোসাইড’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পরিকল্পিতভাবে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সেই করুণ গল্পের স্মৃতি মনে করিয়ে দিতে তরুণ নির্মাতা সৌরভ কুন্ডু নির্মাণ করেছেন শর্টফিল্ম ‘ডায়েরি অব জেনোসাইড’।

এটি রচনা করেছেন হাসানাত বিন মাতিন। মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন।

আপ স্টুডিওর ব্যানারে নির্মিত শর্টফিল্মটি প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, জে. আই মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ।

‘ডায়েরি অব জেনোসাইড’ নিয়ে নির্মাতা বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ‍্যে পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত‍্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ‍্য দিয়ে।

নির্মাতা সূত্রে জানা যায়, বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ‘ডায়েরি অব জেনোসাইড’ আপ স্টুডিও প্রডাকশন হাউস অ‍্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।