ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গার্লস ট্রিপের কাণ্ডকীর্তি, একফ্রেমে ধরা দিলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
গার্লস ট্রিপের কাণ্ডকীর্তি, একফ্রেমে ধরা দিলেন তারা

এবার ‘গার্লস ট্রিপের’ গল্প সিনেমায় তুলে ধরবেন পরিচালক রাজর্ষি দে। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘ও মন ভ্রমণ’র শুটিং।

প্রথমার্ধের শুটিং একপ্রস্থ সেরে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানকে নিয়ে থাইল্যান্ড উড়ে যাওয়ার পালা পরিচালকের। তার আগেই প্রকাশ্যে এসেছে তাদের লুক।

এ নিয়ে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ রাজর্ষি দে দারুণ উচ্ছ্বসিত। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার পর বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফদের নিয়ে একটা গার্লস ট্রিপের সিনেমা তৈরি করতে চেয়েছিলেন ফারহান আখতার। সেই বন্ধুত্বযাপনের গল্প পর্দায় দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই কাজ এখনও হয়নি। তবে ফারহান না পারলেও টলিউড পরিচালক রাজর্ষি দে কিন্তু শুরু করেছেন।

শ্রাবন্তী, স্বস্তিকা, নুসরাতদের নিয়ে প্রায় একই বিষয়ে সিনেমার শুটিং শুরু করে ফেলেছেন। কোন মন্ত্রবলে টলিপাড়ার প্রথমসারির তিন নায়িকাকে একফ্রেমে ধরতে পারলেন? সংবাদমাধ্যমের কাছে রাজর্ষি জানিয়েছেন, বাংলার নায়িকাদের মধ্যে অহং বোধ নেই। এমনকী ‘ও মন ভ্রমণ’র শুটিং শুরু করার আগে শ্রাবন্তী, স্বস্তিকা এবং নুসরাতরা নাকি একসঙ্গে বসেছিলেন শুধুমাত্র বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার জন্য। যাতে শুটিংয়ের সময়ে কোনও অসুবিধা না হয়।

স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানের পাশাপাশি ‘ও মন ভ্রমণ’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, সায়ন্তনী গুহঠাকুরতারা।

বলিউডের শাহিলকেও দেখা যাবে এই সিনেমায়। সব মিলিয়ে তিন বান্ধবীর ভ্রমণ আখ্যা যে দারুণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। সব ঠিক থাকলে, আগামী বছর মুক্তি পাবে ‘ও মন ভ্রমণ’।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।