ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেনীতে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
ফেনীতে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার আজ হানিফ সংকেত

ইত্যাদি’র একটি পর্ব ধারণ করা হয় গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ জেলা ফেনীতে। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে গেল বছরের ৩০ ডিসেম্বর প্রচার হয় অনুষ্ঠানটি।

বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার হবে শুক্রবার (০৬ জানুয়ারি) রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি’র এই পর্ব ধারণ করা হয়েছে ফেনীতে। অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। কবির বকুলের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।  

এ পর্বে রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।  

এছাড়াও রয়েছে বেশ কিছু প্রতিবেদন, দর্শকপর্ব, নাট্যাংশ। বরাবরের মতো এবারো ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

বরাবরের মতো ইত্যাদি অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।