ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাব্বির নাসিরের কণ্ঠে অসীম সাহার ‘মন আমার কান্দে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সাব্বির নাসিরের কণ্ঠে অসীম সাহার ‘মন আমার কান্দে’

কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশিত হলো সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে’। গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম।

এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল।

মিউজিক ভিডিওতে বিশিষ্ট লোকশিল্পী শাহজাহান মুন্সীর উপস্থিতি সবার নজর কেড়েছে।

সাব্বির নাসির নতুন গানের বিষয়ে বলেন, ‘মন আমার কান্দে’ কবি অসীম সাহার সঙ্গে আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে আমার কণ্ঠকে মাথায় নিয়ে সালমান খুব পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে। গানটির আধ্যাত্মিক দিকটিকে মাথায় নিয়ে আমার গানের গুরু ওস্তাদ শাহজাহান মুন্সি আর আমাকে এক সঙ্গে ভিডিওতে রেখেছে প্রীতুল। পাশে থেকে উনি যে উৎসাহ দিয়েছেন। আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিওটি সকলের ভালো লাগবে।

ইতোপূর্বে সাব্বির কবির অসীম সাহার আরেকটি গীতিকবিতায় কণ্ঠ দিয়েছিলেন। সেই গানের শিরোনাম ‘টান’। গানটি প্রকাশের পর বেশ জনপ্রিয় হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।