ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সজলের কণ্ঠে দক্ষিণ কোরীয় তারকা লি মিন-হো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
সজলের কণ্ঠে দক্ষিণ কোরীয় তারকা লি মিন-হো

ছোটপর্দার সুপারস্টার হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার এই তারকাকে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় তারকা লি মিন-হো’র বাংলা ডাবিং কণ্ঠে শোনা যাবে।

লি মিন-হো অভিনীত ‘লিজেন্ড অব দ্য ব্লু সী’ নামে এই ড্রামা সিরিজটি নেটফ্লিক্সের জন্য নির্মিত হলেও এবার বাংলায় ডাবিং করে বায়স্কোপে প্রকাশ পাবে।  

এই নতুন অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, দক্ষিণ কোরীয় এই সিরিজটিতে লি মিন-হো’র জন্য কন্ঠ দেওয়া নতুন এক অভিজ্ঞতা। তার চরিত্রে ভয়েজ দিতে পেরে ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাবিংকৃত সিরিজটিও সবার কাছে উপভোগ্য হবে।

জেলেদের মৎস্যকন্যা ধরা ও ছেড়ে দেওয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরীয় লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকে এক বাটপারের সঙ্গে মৎস্যকন্যার ভালোবাসার কাহিনী রূপায়িত হয়েছে। এসআরকে স্টুডিও এ ধারণকৃত এই সিরিজটির ডাবিং পরিচালনায় রয়েছেন খালিদ হোসেন অভি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।