ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যাওয়ার্ডের জন্য দুবাই যাচ্ছেন শাকিব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
অ্যাওয়ার্ডের জন্য দুবাই যাচ্ছেন শাকিব! শাকিব খান

অ্যাওয়ার্ড অনুষ্ঠান অংশ নিতে দুবাই গেলেন ঢালিউড কিং শাকিব খান। রোববার (১৫ জানুয়ারি) উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) শাকিব খান দুবাই পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকারসহ আরো অনেকে। এসময় তাদের গ্রুপ সেলফিতে লেন্সবন্দি হন কিং খান। সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশও করেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট আর ট্রাউজার পরে আছেন শাকিব। চুল এলোমোলা, চোখে সানগ্লাস। এমন সাধারণ লুকে শাকিবিয়ানদের মন কেড়েছেন তিনি। তাই ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই উদ্যোগ।

বর্তমানে শাকিব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। সিনেমাটি তিনটি আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।