ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের পর নিজের দেশে সেঁজুতির ‘ঢেউ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ভারতের পর নিজের দেশে সেঁজুতির ‘ঢেউ’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওমেন ফিল্ম মেকারস বিভাগে রোববার (১৫ জানুয়ারি) দেখানো হবে নির্মাতা সুবর্ণা সেঁজুতি তুষির ‘ঢেউ’। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সিনেমাটির প্রথম প্রদর্শনী।

দ্বিতীয় প্রদর্শনী হবে সোমবার বেলা একটায়।

পূরবী বসুর ‘আমার এ দেহখানি’ বইটির ‘একের ভেতর পাঁচ’ ছোটগল্পটি পড়ে দারুণভাবে উজ্জীবিত হন নির্মাতা সুবর্ণা সেঁজুতি তুষি। ছোটগল্পটি অবলম্বনে লেখেলেন একটি চিত্রনাট্য।  

‘ঢেউ’-এর বিষয়ে সুবর্ণা সেঁজুতি তুষি বলেন, আমার বলতে চাইছি নারীর সৌন্দর্য ও যৌবন তাকে সব সময় সহযোগিতা করে না, বরং মাঝেমধ্যে মেধা বিকাশকে বাধাগ্রস্ত করে। মূল ব্যাপার হলো, একটা সময় সৌন্দর্য, শরীর চলে যায়- মেধাটাই থেকে যায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মুন্সিগঞ্জে হয় ‘ঢেউ’র শুটিং। ৪৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এই সিনেমার প্রধান পাঁচ নারী চরিত্র- শোভা, যুবা, বোধি, যুক্তি ও মেধা। সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাহানা সুমি, মৌটুসী বিশ্বাস, শানারেই দেবী শানু, শর্মিমালা, আদ্রিতা স্বতী, দীপান্বিতা মার্টিন, মৌসুমি মালেক মম, সুতপা বড়ুয়াসহ আরো অনেকে।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রিমিয়ারের আগে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘ঢেউ’ প্রদর্শিত হয়। তারপর যথাক্রমে ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।