ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শুক্রবার দেখা যাবে ২২ স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
শুক্রবার দেখা যাবে ২২ স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা

নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিন শুক্রবার (২০ জানুয়ারি)। এ দিন ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা উইথ দ্য উইন্ড। বিকেল ৫টায় জাপানের নাকোডো-ম্যাচমেকারস (ম্যারেজ কাউন্সেলর)। সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সাঁতাও প্রদর্শিত হবে।  

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইরানের ঘাটে ফৌরি (আরজেন্ট কাট অফ), বিকেল ৫টায় ভারতের অপরাজিত (দ্যা আনডিফেটেড), সন্ধ্যা ৭ টায় আওয়াজ হাঘরে (এন এরা অফ হোমলেসনেস), বাংলাদেশ; তেইশি, বাংলাদেশ; গ্রহ গ্রস্থ (দ্যা লাইফ লাইন), বাংলাদেশ; বনসাই, বাংলাদেশ; তুলিকা, বাংলাদেশ; এংগার, বাংলাদেশ; ইউর আইস, বাংলাদেশ।  

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে অভিজান, ভারত; লস আল্টিমস ফারেরস (দ্য লাস্ট লাইটহাউজ কিপারস), স্পেন, মেক্সিকো; দুপুর ১টায় ডিয়ার ফ্রেন্ড, ভারত। বিকেল ৩টায় একটি খুনের বিবরন (কনফেশন অফ এ মার্ডার), বাংলাদেশ; নেমপ্লেট, বাংলাদেশ; জয়েনিং লেটার, বাংলাদেশ। বিকেল ৫টায় ওরা ৭ জন (দ্য সেভেন) ,বাংলাদেশ।  

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের (ষষ্ঠ তলা) সকাল ১০টা ৩০ মিনিটে এলহাম (দ্য ইনস্পাইরেশন), ভারত; দুপুর ১টায় গ্রেথ মেয়ের ড্যানমার্কস পোর্সেল্যান্সড্রোনিং (গ্রেথ মেয়ের- দ্য কুইন অফ ড্যানিশ ডিজাইন), ডেনমার্ক; ওয়াকস উইথ মি, ফিনল্যান্ড; বিকেল ৩টায় ইসকুস্তভোটো ডা পাডাস (দ্য আর্ট অফ ফলিং), বিকেল ৫টায় নাইন মান্থস টু ফ্রিডম (দ্য স্টোরি অফ বাংলাদেশ), ভারত; বিকেল ৭ টায় শুবক্স, ভারত।

শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্য অডিটোরিয়ামে সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাজেল এ তাজেম্সতভি লেসা (মার্টিন এন্ড দ্য ম্যাজিকাল ফরেস্ট), জার্মানি; লা'এয়ার দে রেইন (শিপিং এওয়ে), ফ্রান্স; দুপুর ১টায় মাগোয়াডো, (স্পেন, ব্রাজিল); বিকেল ৩টায় হেয়ারয়াফটার বাইগন, শ্রীলঙ্কা, (ওয়াইন্ড অফ চেইঞ্জ), ইরান; বিকেল ৫টায় যায় যায় দিন, বাংলাদেশ; কুয়োর ব্যাং (ইনটু দ্য হোল), বাংলাদেশ; কত দিন স্কুল এ যাইনা (হ্যাভেন্ট বিন টু স্কুল ফর সো লং), বাংলাদেশ; বাট হোয়াই?, বাংলাদেশ; জার্নি টু জিরো, বাংলাদেশ; না পাক (দ্য ডার্টি স্টেট), বাংলাদেশ বিকেল ৭ টাগোয়িং হোম, সাউথ কোরিয়া; পার্ম, সাউথ কোরিয়া; ডোন্ট গেট টু কমফোর্টেবল (কাতার, ইউএসএ, নেদারল্যান্ডস, ইয়েমেন, ইউএই); কিটপ্রেস ৩৫এ (৩৫এ- পোট্রের্ট অফ এ কমিউনিটি)।   

আলিয়ঁস ফ্রসেইজ দি ঢাকাতে সকাল ৯ টা ৩০ মিনিটে জেন্দেগি ওয়া জেন্দেগি ( লাইফ এন্ড লাইফ), ইরান। সকাল ১১টায় দ্যা নিউজপেপার, শ্রীলঙ্কা। দুপুর ২ টায় অপরাজিত (দ্যা আনডিফিটেড), ভারত। বিকেল ৪ টায় আই এম নট দ্যা রিভার ঝিলুম, ফ্রান্স।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।