ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইসিইউতে বাবা, দোয়া চাইলেন তাহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
আইসিইউতে বাবা, দোয়া চাইলেন তাহসান বাবার সঙ্গে তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান অসুস্থ। বেশ কয়েকদিন ধরেই রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

বাবার শারীরিক অবস্থার বিষয়ে তাহসান জানান, আইসিইউতে থাকা মানুষ কতোটা ভালো থাকতে পারে বলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

গান ও নাটকের বাইরে সিনেমাতেও দেখা গেছে তাহসানকে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাহসানের। প্রথম সিনেমাতেই সহ-শিল্পী হিসেবে পেয়েছিলেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তাহসান। ২০২১ সালের ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। এতে তার সহ-শিল্পী ছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, মেগান মিচেল ও ঈশা চোপড়ার মতো তারকারা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।   

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।