ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিনে যা রয়েছে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিনে যা রয়েছে

গেল ১১ জানুয়ারি শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।

’ প্রতিদিনই উৎসবে বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশ-বিদেশের ছবি বিভিন্ন সিনেমা।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে থেকে দেখানো হচ্ছে রাশিয়ার সিনেমা ‘কালাচাকরা’, নির্মাণ করেছেন আয়া-গাঙ্গা উলজিটুয়েভ। এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে পর্তুগালের সিনেমা ‘মন্তে ক্লেরিগো’, নির্মাণ করেছেন লুইস ক্যাম্পস এবং এস্তোনিয়ার সিনেমা ‘রাইস মি আ মেমোরি’, নির্মাণ করেছেন ভারুন তৃখা। দুপুর ১টায় দেখানো হবে ভারতের সিনেমা ‘ইন দ্য বেলি অব আ টাইগার’, নির্মাণ করেছেন জালটা সিদ্ধার্থ। বিকাল ৩টায় রয়েছে ইরানের সিনেমা ‘মেলোডি’, নির্মাণ করেছেন বেহরাজ সেবৎ রসৌল। বিকাল ৫টায় দেখানো হবে সার্বিয়ার সিনেমা ‘বোটলমেন’, নির্মাণ করেছেন নেমঞ্জা ভোজিনভিক। সন্ধ্যা ৭টায় রয়েছে ভারতের সিনেমা ‘পদাতিক’, কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই চরিত্রে দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

এদিন জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হয়েছে আর্জেন্টিনার সিনেমা ‘হোয়েন এভ্রিথিং বার্নস’, নির্মাণ করেছেন মারিয়া পঞ্চিও। এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে ব্রাজিলের সিনেমা ‘অ্যাকিউট’, নির্মাণ করেছেন মায়ারা মিলান; মলদোভার সিনেমা ‘নট জাস্ট অ্যানি ডে’, নির্মাণ করেছেন ক্লাভিয়া করশুনোভা; বেলজিয়ামের সিনেমা ‘আলট্রাভায়োলেট’, নির্মাণ করেছেন ভার্লে দ্য ওয়াইল্ড; রাশিয়ার সিনেমা ‘কালেভালা লেজেন্ড অব আইনো’, নির্মাণ করেছেন মায়ানা ভানোভিচ এবং রাশিয়ার সিনেমা ‘পুশ’, নির্মাণ করেছেন অনাস্তাশিয়া সেরেজিনা। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার সিনেমা ‘এটেভিজম’, নির্মাণ করেছেন আলেক্সে ফেডরচচেঙ্ক। এরপর দেখানো হবে একই নির্মাতার পরিচালনায় সিনেমা ‘ফার্স্ট অন দ্য মুন’। বিকেল ৩টায় রয়েছে আর্মেনিয়ার সিনেমা ‘ইগো ইস্ট’, নির্মাণ করেছেন আর্সেন আরকেল্যান।

এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে তুর্কির সিনেমা ‘হায়াটি’, নির্মাণ করেছেন ওজান বোজ; ইরানের সিনেমা ‘হ্যালো সালমা’, নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন সলেমানি; ফ্রান্সের সিনেমা ‘আওয়ার মেমোরি’, নির্মাণ করেছেন আলেক্সজান্ড্রা ব্রেজনে এবং ইতালির সিনেমা ‘আওয়ার মাদার’, নির্মাণ করেছেন ড্যানিয়েল পাগলিয়া। বিকাল ৫টায় রয়েছে বাংলাদেশের সিনেমা ‘নামহীন গোত্রহীন’, নির্মাণ করেছেন চন্দ্রভন দেবী মুহু। এরপর দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘আর কতবার বলবো’, নির্মাণ করেছেন রেহানা সামদানী। সন্ধ্যা ৭টায় রয়েছে বাংলাদেশের সিনেমা ‘আনারকলি’, নির্মাণ করেছেন আলম আনোয়ার। এরপর দেখানো হবে ইরানের সিনেমা ‘বারেন’, নির্মাণ করেছেন মনসুর ভসৌঘি।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হয়েছে চীনের সিনেমা “আ সামার’স অ্যান্ড পোয়েম”, নির্মাণ করেছেন লাম ক্যান-ঝিও। এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে সিরিয়ার সিনেমা ‘আই কুড হ্যাভ লিভড বিকজ অব ইউ’, নির্মাণ করেছেন হুশাম জলিলাটি এবং তুর্কির সিনেমা ‘বিয়ন্ড দ্য ওয়েস’, নির্মাণ করেছেন চেংক ইজগরেন। দুপুর ১টায় রয়েছে চীনের সিনেমা ‘সো লং ফর লাভ’, নির্মাণ করেছেন জিআওলিয়ে ওয়াং। বিকাল ৩টা ৩০ মিনিটে দেখানো হবে উজবেকিস্তানের সিনেমা ‘সানডে’, নির্মাণ করেছেন শরিক খোলিকোভ। বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য সাউন্ড ইজ লাউড’, নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘দ্য রিবার্থ অব বাংলাদেশ’, নির্মাণ করেছেন রাকিবুল হাসান; আদনান বাঙ্গালীর ‘ডিসকানেক্টেড’, অমিত হিমেলের ‘চাঁদ আকাশের গল্প’, লাহুল মিয়ার ‘পথ’ ও ‘জুলাইয়ের চিঠি’ এবং আহাদ তানভীরের ‘সহযাত্রা’।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হয়েছে  ইন্দোনেশিয়ার সিনেমা ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’, নির্মাণ করেছেন নেলসন ইউ। দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ইরানের সিনেমা ‘প্রজেক্টসনিস্ট’, নির্মাণ করেছেন ঘরবানালি তাহেরিফর। বিকাল ৪টা ৩০ মিনিটে রয়েছে জাপানের সিনেমা “পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল”, নির্মাণ করেছেন নোরিকো ইউয়াসা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।