ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে মাঝসমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
জন্মদিনে মাঝসমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স! নোরা ফাতেহি

দুবাইয়ের মাঝসমুদ্রে ভাসমান বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই মুহূর্তটি নিজের ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন এই তারকা।

ভিডিওতে দেখা যায়, বোটে তার সামনে রাখা কেক, ফুলের তোড়া। তার পরনের জামায় রং-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন এই অভিনেত্রী। বেলি ড্যান্সও করলেন ভাসমান বোটে।

বরাবরই বেলি ড্যান্সের জন্য জনপ্রিয় নোরা। একটি নামি রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবেও কাজ করেছেন। সোমবার (০৬ ফেব্রুয়ারি) তার ৩১তম জন্মদিনে মাঝসমুদ্রে বেলি ড্যান্সের মাধ্যমেই নেটিজেনদের মন কাড়লেন তিনি।

ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা শুরু হয়ে গেছে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।