ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসের নাটকে অপূর্ব-পায়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ভালোবাসা দিবসের নাটকে অপূর্ব-পায়েল কেয়া পায়েল-জিয়াউল ফারুক অপূর্ব

নাটকের সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব নিজেকে ক্রমশ সরিয়ে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ফলে এখন আর টিভি পর্দা বা ইউটিউব চ্যানেলের নতুন কাজে সচরাচর মেলে না তার মুখ।

আশার কথা, এই ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি বিশেষ নাটকে পাওয়া যাবে এই অভিনেতাকে। যেখানে তিনি অভিনয় করেছেন সময়ের আরেক আলোকিত মুখ কেয়া পায়েলকে নিয়ে।

‘ঈর্ষা’ নামের বিশেষ এই নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন এবং নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা সূত্রে জানা গেছে, গল্পটির খানিক আভাস। যাতে দেখা যাবে, নবদম্পতি তুর্জ ও রাত্রির সংসারের গল্প। যে গল্পে যেমন রয়েছে বিচ্ছেদের সুর, তেমনি থাকছে ভালোবাসার অন্যরকম এক গল্প।  

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে ‘ঈর্ষা; উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।