ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক যুগের বেশি সময় পর ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’র নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এক যুগের বেশি সময় পর ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’র নতুন অ্যালবাম

২০০৯ সালে প্রকাশ হয়েছিল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ লাইভ শিরোনামের অ্যালবাম। তারপর এক যুগের বেশি সময় কেটে গেছে।

এবার ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ নিয়ে হাজির হলেন গায়ক শায়ান চৌধুরী অর্ণব।

গেল দুই বছর কোক স্টুডিও বাংলা নিয়ে দারুণ ব্যস্ত অর্ণব। তার ফাঁকেই শেষ হলো নতুন অ্যালবামের কাজ। ১০ ফেব্রুয়ারি এটি প্রকাশ হয়েছে স্পটিফাইয়ে।  

জানা গেছে, অ্যালবামটি সাজানো হয়েছে ৮টি গান দিয়ে। এগুলোর শিরোনাম- ‘আধখানা’, ‘আমায় ধরে রাখো’, ‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘রাস্তায়’, ‘সে যে বসে আছে’ ও ‘স্বপ্ন’।

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন শুরু হবে। সেখানে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডেসের প্রায় পুরো টিম থাকলেও নেই পান্থ কানাই। এর আগে তাকে দিয়েই সিজন ১-এর প্রথম গানটি এসেছিল।  

ব্যান্ডটির বর্তমান লাইনআপ: শায়ান চৌধুরী অর্ণব (ভোকার ও গিটার), সাদুল ইসলাম (গিটার), ইমরান আহমেদ (গিটার), ফাইজান রশিদ আহমেদ বুনো (বেজ গিটার), পান্থ কানাই (ড্রামস), সুনিধি নায়েক আনিরি খান (ব্যাক ভোকাল)।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।