ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হুমায়ুন ফরিদীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
হুমায়ুন ফরিদীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ হুমায়ুন ফরিদী

১১ বছর আগে (১৩ ফেব্রুয়ারি, ২০১২) আজকের দিনে না ফেরার দেশে চলে যান অভিনেতা হুমায়ুন ফরিদী।  গত ১০ বছরে তাকে দর্শকরা তো স্মরণ করেছেই, পদে পদে অনুভব করেছেন প্রয়াত অভিনেতার সহশিল্পীরা।

 

অভিনয় করতে গিয়ে আটকে গেলে বা দ্বিধায় পড়লে এখনও বাংলাদেশের অভিনয়শিল্পীরা হুমায়ুন ফরীদির অভিনয় থেকে প্রেরণা নেন। ওই দাপুটে অভিনেতার শুরুটা মঞ্চে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন। সেখানেই নাট্যকার সেলিম আল দীনের সান্নিধ্য পেয়ে তাঁর অনুপ্রেরণায় যোগ দেন ঢাকা থিয়েটারে। ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’-এ অভিনয় করে ঢাকার মঞ্চে রীতিমতো বিপ্লব ঘটান।  

পরে চলচ্চিত্র ও টিভিতে সুযোগ পেয়ে অনন্য অভিনয়শৈলী দিয়ে মন কাড়েন কোটি দর্শকের। ‘সংশপ্তক’, ‘পাথর সময়’, ‘নিখোঁজ সংবাদ’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা বলা যেতেই পারে।  

‘হুলিয়া’, ‘দহন’র মতো ছবিতে অভিনয় করলেও ফরীদি আমজনতার প্রিয় পাত্র হন শতাধিক মূলধারার ছবিতে খল চরিত্রে অভিনয় করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।