ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৃণমূল নেতাকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তৃণমূল নেতাকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আগামী মে মাসেই নাকি সাত পাক ঘুরবেন সুদীপ্তা। নায়িকার হবু শ্বশুরবাড়ির সকলেই রাজনীতির জগতের মানুষ।

জানা গেছে, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীকে বিয়ে করতে যাচ্ছেন সুদীপ্তা। দেড় বছর আগেই সৌম্যর সঙ্গে প্রেমের বিষয়টি জানিয়েছিলেন সুদীপ্তা, এবার চার হাত এক হওয়ার পালা। সৌম্য নিজে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।

তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সুদীপ্তা-সৌম্য। আপতত চলছে বিয়ের জোড় প্রস্তুতি। কেনা-কাটা, কার্ড পছন্দ, মেনু বাছাই- এক কথায় প্রস্তুতি তুঙ্গে।  

বিয়ের তারিখের বিষয়ে সুদীপ্তা নিজেই জানিয়েছেন, সৌম্যর সঙ্গে তার শুভদৃষ্টি হবে মে মাসের ০১ তারিখ। কলকাতার সায়েন্স সিটির পেছনে বসবে বিয়ের আসর আর বৌভাত হবে নিকোপার্কে।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।