ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জুথীর ‘হৈ হৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জুথীর ‘হৈ হৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার’

বেসরকারি আরটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা তানজিয়া জুথী। সংবাদ উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও বেশ পারদর্শী।

ইতোমধ্যে পঞ্চাশের অধিক টিভিসি, ওভিসিতে দেখা গেছে তাকে। এবার অভিনয়ে নাম লেখালেন এই সংবাদ পাঠিকা।

ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার’ দিয়েই অভিনয়ে পথচলা শুরু করলেন জুথী। আরিফুর জামান আরিফের পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটকটি লিখেছেন অভিনেতা কচি খন্দকার।

নাটকে অভিনয় প্রসঙ্গে জুথী জানান, প্রায় ১০ বছর ধরে সংবাদ উপস্থাপনায় আছি। পাশাপাশি টিভিসি, ওভিসি ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছি। এবার অভিনয়ে যুক্ত হলাম। কেননা এখানে নিজেকে উপস্থাপনের যথেষ্ট জায়গা আছে।

কাজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। সামনে মনের মতো স্ক্রিপ্ট পেলে নিয়মিত অভিনয়ের ইচ্ছা আছে।

ইতোমধ্যে ঢাকা ও আশেপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এতে মীর সাব্বির ও তানজিয়া জুথী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, দোলন দে, বড়দা মিঠু, আমজাদ সুমন, হাসনাত জোবায়ের, ফরহাদ হায়দার, রাকিব, শেখ স্বপ্না, ইরা হাসান, সুবর্ণা। এছাড়া আরো অভিনয় করবেন আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, আরশ, জামিল, রমিজ রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।