ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

একঝাঁক তারকা নিয়ে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের শুটিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
একঝাঁক তারকা নিয়ে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের শুটিং শুরু

একঝাক তারকা নিয়ে শুরু হলো দীর্ঘ ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের শুটিং। বৈশাখী টিভিতে প্রচারের জন্য নির্মিত হচ্ছে এটি।

এ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকার অদূরে পুবাইল বাদশা মিয়ার বাড়ি শুটিং হাউজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে।

বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাটকের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এদের মধ্যে রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার, শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী, তানিয়া লিজা অন্যতম।

দিলারা জামান বলেন, এখন অল্প সংখ্যক মানুষের কথা চিন্তা করেই আমার মনে হয় নাটক নির্মাণ হয়। কিন্তু নাটকেতো প্রতিবাদের ভাষাও থাকে। আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, জীবনবোধগুলো হারিয়ে ফেলছি পাশ্চাত্যের প্রভাবে। সুতরাং আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতিকে ধরে রাখতে হলে নাটকের মধ্যে আমাদের পরিবারকে ফিরিয়ে আনতে হবে।  

তিনি আরও বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের শুটিং করছি। নামেই এটার বৈশিষ্ট, সবার কাছে বোধগম্য। আমদের যে গ্রাম, সবুজ হারিয়ে ফেলছি। গ্রামও এখন আর সেই সহজ-সরল নেই, গ্রামের মানুষও কঠিন হয়ে গেছে জীবনের বাস্তবতায়। কঠিন জীবনের মধ্যেও আমরা যে জীবন পাই একটু হাসি-ঠাট্টা, মায়া মমতা সেটা এই নাটকের মাধ্যমে আমরা পাব। আমি মনে করি দর্শক এটা ভালোভাবেই নেবে। এতে যারা অভিনয় করেছেন একেকজন বেশ বিচক্ষণ এবং তারা আপ্রাণ চেষ্টা করেছে নিজ নিজ জায়গা থেকে চরিত্রকে রূপায়ণ করার জন্য। নির্মাতাও চেষ্টা করছে চরিত্রকে জীবন্ত করে তুলতে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।  

সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রুমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।  

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। প্রযোজনা বৈশাখী টেলিভিশন,অনুষ্ঠান বিভাগ।   

নাটকের অভিনয় শিল্পীরা হলেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি,শতাব্দী ওয়াদুদ, একে আজাদ সেতু, শারমিন ইমু সাথি, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিকসহ আরও অনেকেই।  

গল্পকার টিপু আলম মিলন বলেন, সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিল, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। আমার এ গল্পের নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।