ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চেকভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
চেকভের নাটক নিয়ে আসছে থিয়েটারিয়ান

নাট্যদল থিয়েটারিয়ান একটি নতুন নাটক মঞ্চে আনার ঘোষণা দিয়েছে। এটি রুশ নাট্যকার আন্তন চেকভের ‘দ্য সীগাল’।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দলটি তাদের প্রথম প্রযোজনা ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকের একাদশ প্রদর্শনী শেষে পরবর্তী নাটক মঞ্চায়নের সিদ্ধান্তের কথা জানায়। একইসঙ্গে থিয়েটারিয়ান তাদের নতুন লোগো উন্মোচন করেছে।

থিয়েটারিয়ানের নতুন প্রযোজনার নাম ‘দ্য সীগাল’। প্রখ্যাত রুশ সাহিত্যিক আন্তন চেকভের লেখা নাটকটির নির্দেশনা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।

বাংলাদেশের মঞ্চ নাটকের অঙ্গনে সমসাময়িক দেশি-বিদেশি নাটক নিয়ে নিরলস কাজ করার ব্রত নিয়ে ২০২০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে থিয়েটারিয়ান নামের নাট্যদলটি আত্মপ্রকাশ করে। নিজস্ব চিন্তা-চেতনায় সময়োপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে দলটি কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।

নাটক মঞ্চায়নের ক্ষেত্রে থিয়েটারিয়ান শুধু সংখ্যা নয়, বরং প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী এবং সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিতে চায়। পাশাপাশি তারা নাট্য-প্রয়োগে নতুনত্ব, বিষয়বস্তুর বৈচিত্র্য এবং আধুনিক বাংলা থিয়েটারের বিকাশে স্বকীয় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে আগ্রহী।

থিয়েটারিয়ানের প্রথম প্রযোজনা ফতেহ্ লোহানীর অনুবাদে মার্কিন নাট্যকার আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।