দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন আফরান নিশো। ঢাকার অদূরে সিলেটে রোববার (৫ মার্চ) থেকে শুরু হয়েছে অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিং।
জানা গেছে, সিলেট শহর থেকে প্রায় ৫ ঘণ্টার দূরত্বে একটি লোকেশনে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সকাল ৯টায়। নিশোকে দিয়েই শুরু হয় প্রথম শট।
এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় চলচিচত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি বলেন, সকাল ৯ টায় নিশো ভাইকে দিয়েই ক্যামেরা ওপেন হয়েছে। আমাদের একসঙ্গে দৃশ্যায়ন হবে সন্ধ্যায়।
এর আগে নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন, সিলেটে টানা ৩৫ দিন শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে এবং সবশেষ মালয়েশিয়াতে গানের দৃশ্যায়ন হবে।
আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষে নির্মিতব্য এই সিনেমাটি। এটি প্রযোজনা করছে চরকি ও আলফা আই।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এনএটি