ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

সঙ্গীহীন জীবনের কারণ জানালেন মিমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সঙ্গীহীন জীবনের কারণ জানালেন মিমি মিমি চক্রবর্তী

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তার সমসাময়িক অনেক নায়িকাই সংসার করছেন।

কেউ আবার মা-ও হয়ে গেছেন। অথচ তিনি এখনো সঙ্গীহীন।

টলিউডের জনপ্রিয় এই নায়িকা চুটিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক। মাঝে তার প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হলো নায়িকার জীবনে শুধুই কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না।

কিন্তু মিমি কি সত্যিই সিঙ্গেল? তার দর্শকদেরর মনে একটাই প্রশ্ন, কেন এখনো কোনো সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানিয়েছেন মিমি নিজেই।  

এই অভিেনত্রী বলেন, আমি খুঁজে বের করেছি, কেন এখনো আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনো আমার জীবনে কেউ আসেনি।

রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনেছেন মিমি। ইনস্টাগ্রামের ওই রিল যদিও রসিকতার ছলেই বানানো। তবে মিমি যে বরাবরই ঘরকোনা, তা অনেকেই জানেন। তিনি বেশির ভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।

বর্তমানে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার সিনেমা ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি। থ্রিলারধর্মী এই সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।