ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের কণ্ঠশিল্পী আসিফ আকবর

বদলে যাচ্ছে দেশের অন্যতম তিনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

 

এরপর গণমাধ্যমে নতুন পোশাকে তিন বাহিনীর তিন সদস্যকে মডেল হিসেবে উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ‘আয়রন’ রঙে পুলিশ, জলপাই রঙে র‌্যাব এবং ‘গোল্ডেন হুইট’ রঙে দাঁড়িয়ে আনসার সদস্য।

তিনি বাহিনীর নতুন পোশাকের ছবি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরস তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরও।  

পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ দাবি জানান আসিফ।

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে এ কণ্ঠশিল্পী লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।