ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সুখী জীবন আপনাকেই তৈরি করতে হবে: বর্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
সুখী জীবন আপনাকেই তৈরি করতে হবে: বর্ষা অনন্ত জলিলের সঙ্গে বর্ষা

সময়ের সঙ্গে তাল মিলিয়ে শোবিজের তারকারা সামাজিকমাধ্যমে বেশ সরব। এই মাধ্যমে নিয়মিত ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারা।

সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা বর্ষা। নিয়মিত সামাজিকমাধ্যমে বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন এই অভিনেত্রী। ফেসবুকে নিজের একটি এবং আরেকটিতে স্বামী অনন্ত জলিলের সঙ্গে- এমন দুটি ছবি পোস্ট করেন বর্ষা।

এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সুখী জীবন আপনি খুঁজে পাবেন না। আপনাকে এটি তৈরি করতে হবে। ’

আগামী ঈদে স্বামী অনন্ত জলিলের সঙ্গে ‘কিল হিম’ সিনেমায় দেখা যাবে বর্ষাকে। বরাবরই নিজেদের প্রযোজনায় অভিনয় করলেও এবারই প্রথম ভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের এই সিনেমায় অভিনয় করছেন এই তারকা দম্পতি। তবে বর্ষা এই সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন না। ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

‘সুনান মুভিজ’- এর ব্যানারে সিনেমাটি নির্মাণের পাশাপাশি প্রযোজনা করছেন মো. ইকবাল। সিনেমার শেষ অংশের শুটিং চলছে। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।