ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কাজী শুভর গানে সাজ্জাদ-স্নিগ্ধা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কাজী শুভর গানে সাজ্জাদ-স্নিগ্ধা  সাজ্জাদ চৌধুরী, স্নিগ্ধা চৌধুরী ও কাজী শুভ

ঈদ উপলক্ষে আসছে সঙ্গীতশিল্পী কাজী শুভর নতুন একটি গান। নাচনির্ভর গানটির শিরোনাম ‘তোমায় ভালোবাসি কন্যা’।

প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শোভন রয়।

সম্প্রতি ঢাকার বাইরে বড় পরিসরে সেট বানিয়ে গানটির দৃশ্যধারণ হয়েছে। এতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও স্নিগ্ধা চৌধুরী। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহন ইসলাম।

কাজী শুভ বলেন, নাচ নির্ভর গানটির কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানটি বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানটিও দর্শক পছন্দ করবে।

নির্মাতা মোহন ইসলাম বলেন, সবসময় দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করি। অন্যসব কাজের চাইতে নাচের গান করাটা একটু চ্যালেঞ্জিং। সবকিছু মিলে কাজটি ভালো হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিও এম এম প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।