ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিরাপত্তা জোরদারে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
নিরাপত্তা জোরদারে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড তারকা সালমান খান।

সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গাড়িটি এখনও ভারতের বাজারে আসেনি। বিলাসবহুল এই গাড়িটি বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সালমানকে।

জানা গেছে, বি৬ ও বি৭ স্তরের সুরক্ষা দিতে সক্ষম গাড়িটির ৪১ মিলি মিটার পুরু কাচ ভেদ করা শক্তিশালী রাইফেলের পক্ষেও সম্ভব নয়। সাধারণত ৭৮ মিলি মিটার পুরু কাচের সাহায্যে আরমার-পিয়ার্সিং রাউন্ড থেকে বি৭ নিরাপত্তা দিতে পারে যাত্রীদের।

ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।

নিজের আগের বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০ গাড়ির বদলে এখন নতুন নিশানটিতে চড়েই ‘কিসি কা ভাই, কিসি কি জান’র প্রচারে যাচ্ছেন ‘বলিউড ভাইজান’।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।