ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা! অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা

‘‘কিছুদিন আগে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেল। আমি দেখেছি শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্যা ডে’র তুলনা করেছে।

আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে। আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি। ’’

কথাগুলো বলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মুক্তি অপেক্ষিত সিনেমা ‘কিল হিম’ টিজার মুক্তি পেয়েছে। এ উপলক্ষে এফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন বর্ষা।  

এ সময় তিনি আরো বলেন, ‘হয়তো শাহরুখ খান, সালমান খানের সঙ্গে সেভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ বলে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা তারা আমাদের দর্শক। তারা যখন এই তুলনা করে তখন সত্যি খুব ভালো লাগে। ’ 

‘কিল হিম’ সিনেমায় আবারো জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে। সিনেমাটির পরিচালক-প্রযোজক ইকবাল।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।