ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ধ্রুব মিউজিক স্টেশনের বর্ণিল ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
ধ্রুব মিউজিক স্টেশনের বর্ণিল ঈদ আয়োজন

এবারের ঈদ উল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য বিভিন্ন ঘরানার গান-ভিডিও’র আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি তারকা শিল্পীদের পাশাপাশি সাধ্যমত নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে আসছে।

এবারো সেই ধারাবাহিতা রেখেই তারা তাদের ঈদ আয়োজন সাজিয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ আয়োজনের মিছিলে আছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুলের গীতিকবিতায় আঁখি আলমগীরের কন্ঠে ‘কোথায় রেখেছো আমায়’। সঙ্গীতায়োজনে রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাশের কন্ঠে ‘মিথ্যেবাদী রে’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ নিজেই আর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।  

ফাহমিদা নবী এবার কন্ঠ বেঁধেছেন নবাগত কন্ঠশিল্পী রাজ আজিমের সঙ্গে। আব্দুল আজিমের কথা ও সুরে গানের শিরোনাম ‘ভালোবাসার খেলা’।  গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।  

মাহিন আওলাদের ভিডিও পরিচালানায় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও আভরাল সাহির এর কন্ঠে ‘পরান পাখি’। সোমেশ্বর অলির গীতিকবিতায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।   

জনপ্রিয় কন্ঠশিল্পী কাজি শুভ ও স্বীকৃতির দ্বৈত গান ‘বেয়াই বেয়াইন’। রনক রায়হানের কথা সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।  

লুৎফর হাসানের কথা ও সুরে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ শোনাবেন ‘ভুল সময়’ এর কথা। তরিক আল ইসলামের সঙ্গীতায়োজনে এই গানটির ভিডিও নির্মাণ লুৎফর হাসানের।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী মুহিন খানের গান  ‘ওরে প্রিয়া’। তারিক তুহিনের গীতিকবিতায় সুর দিয়েছেন আহমেদ হুমায়ুন আর সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।  

অনুরূপ আইচের গীতিকবিতায় এবং রোমেল হাসানের সুর ও সঙ্গীতায়োজনে  খালেদ মুন্না শোনাবেন ‘সোনা বউ’ এর গল্প। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।  

‘ঘুড়ি’খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে ‘আমি একা একাই থাকি’। সালমা সুলতানার গীতিকবিতায় কন্ঠ দেওয়ার পাশিাপাশি সুরও করেছেন তিনি। সঙ্গীতায়োজন শান সায়েকের। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গালিব সরদারের কথা এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সুর ও সঙ্গীতে আসেছে দুইটি গান। ‘যত্ন করে’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী রাঘব চ্যাটার্জী এবং ‘উঠোন দুয়ার’ শিরোনামের গানটি গেয়েছেন ভারতের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী ঈশান মিত্র। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।  

প্রতিভাবান কন্ঠশিল্পী কাজল আরিফের কন্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘দুঃখের মুসাফির’ শিরোনামের নতুন গান। মোঃ মিজাহারুল ইসলামের কথায় সুর দিয়েছেন কাজল আরিফ ও সুব্রত সুমন। সঙ্গীতায়োজনে সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

প্রকাশ হবার কথা রয়েছে এই প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী প্রমা ইসলামের ‘কাল তুমি ছিলে পাশে’ গানটি।  প্রয়াত কিংবদন্তি আলাউদ্দিন আলীর গীতিকবিতায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেক কিংকদন্তি শেখ সাদী খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল থেকে ঈদের বিশেষ গান ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হবে। যা ধারাবাহিকভাবে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ইউটিউবের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।