ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীর মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
স্বামীর মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয়াঙ্কা! নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বয়সের পার্থক্য প্রায় ১০ বছর। তারপরেও চুটিয়ে সংসার করছেন তারা।

কিন্তু স্বামীর কোন গুণ আকৃষ্ট করেছিল অভিনেত্রীকে, এক সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করলেন দেশি গার্ল।

এই মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যস্ত তারকা তিনি। একের পর এক শুট, আসন্ন সিরিজের প্রচার, পাশাপাশি বছরখানেকের মেয়ে ও সংসার সামলানো, সবটাই বেশ পোক্ত হাতে সামলাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সব কিছু মিলিয়ে এই আকাশছোঁয়া সাফল্য কেমন চোখে দেখেন স্বামী নিক জোনাস?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিককে প্রশংসায় ভাসিয়ে দিলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখেন তিনি। তার বাবা কোনো দিন তার মায়ের সাফল্যে হীনমন্যতায় ভোগেননি। বরং বরাবর উৎসাহই দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু মালতী চোপড়াকে।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনমন্যতা ভোগে না বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি। ’

লন্ডনে ‘সিটাডেল’র প্রিমিয়ারের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার ওপর থেকে আলো কেড়ে নিতে চায় না। ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী। ’

প্রিয়াঙ্কার এই কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ দিয়েছেন নিক। লন্ডনে ‘সিটাডেল’র প্রিমিয়ারে লাল পোশাকে লাস্যময়ী রূপে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে কালো পোশাকে ছিলেন নিক জোনাস। রেড কার্পেটে প্রিয়াঙ্কার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়াঙ্কার ওপর থেকে চোখ সরাতে পারছিলেন না নিক।

শুধু তাই নয়, পরে সরে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে প্রিয়াঙ্কার একাধিক ছবিও তোলেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত পপ তারকা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।