ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় ধারণকৃত ‘কৃষকের ঈদ আনন্দ’র প্রচার আজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ধারণকৃত ‘কৃষকের ঈদ আনন্দ’র প্রচার আজ

ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেকানগর গ্রামে লঙ্গন নদীর তীরে।

গ্রামীণ আবহে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ আরো জমজমাট ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায়।

আর দেশ-বিদেশের বৈচিত্র্যপূর্ণ সব গল্পের বুননতো রয়েছেই।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এ অনুষ্ঠানটির রোববার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা মানেই চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

এবার খেলাধুলার অংশটি ধারণের জন্য ব্রাহ্মণবাড়িয়াকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। প্রতিবছর ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের ব্যতিক্রমী অঞ্চল হাওরকে কেন্দ্র করে রচিত হয়েছে কৃষকের ঈদ আনন্দের মূলগাথা।

তিনি বলেন, নদীমাতৃক বাংলার নদীকে ঘিরে যে জীবনযাপন তা তুলে ধরতে চেয়েছি এবার। সবদিক থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরকে এবার এ আয়োজনের জন্য উপযোগী মনে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।