ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

৫ মে দেশে মুক্তি পাবে ‘পাঠান’, যদি...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
৫ মে দেশে মুক্তি পাবে ‘পাঠান’, যদি...

ঢাকা: কিছুদিন আগেই শর্ত সাপেক্ষে দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা দেশে মুক্তি পেতে যাচ্ছে।

সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের সিনেমা হলে চলবে সিনেমাটি।

এর আগে, যাচাইয়ের পর সবকিছু (ব্যাংক এলসিসহ সংশ্লিষ্ট) ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে পাঠান সিনেমাটি ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছাতে অনাপত্তি পত্র (এনওসি) দিতে বলা হয়েছে।

বাংলাদেশে সিনেমাটি মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি। এ বিষয়ে দেশে পাঠান সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন বলেন, সোমবার (১ মে) পাঠান সেন্সরে বোর্ডে জমা দেব। সেন্সর ছাড়পত্র পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি বিশ্বব্যাপী চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি এদেশের মুক্তি দিতে জানুয়ারি থেকেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন বলিউড ভাইজান সালমান খান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এনএটি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।