ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেট গালায় এক লাখ মুক্তার গাউনে আলিয়ার চমক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২, ২০২৩
মেট গালায় এক লাখ মুক্তার গাউনে আলিয়ার চমক

বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এই নায়িকা।

 
এবার বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে নজর কাড়লেন আলিয়া। আসরের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে চমকে দিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে সাদা রঙের গাউনে দেখা গেছে আলিয়াকে। তার গাউনজুড়ে শোভা পাচ্ছে মুক্তা। তার চোখে-মুখে খেলা করছে মুক্তার মতো আনন্দের ঢেউ।  

মূলত, এ পোশাকে ব্যবহৃত মুক্তার সংখ্যা জানার পরই আলোচনায় উঠে আসেন আলিয়া।

ছবি পোস্ট করে আলিয়া ভাট লেখেন, আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা দেখে খাঁটি মনে হয় এবং গর্বের সঙ্গে বলছি, এই পোশাক ভারতে তৈরি। এতে এক লাখ মুক্তা ব্যবহার করা হয়েছে। এটি তৈরি করেছেন প্রবাল গুরুং। আমার প্রথম মেট গালায় তার তৈরি করা পোশাক পরতে পেরে আমি গর্বিত। একজন নারীর কাছে মুক্তা কখনো বেশি হতে পারে না।

সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসে মেট গালা ২০২৩-এর আসরটি। এতে আলিয়া ছাড়াও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে হাজির হন। এছাড়াও বিশ্বের অনেক তারকা উপস্থিত ছিলেন মেট গালায়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।