ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্পা করাতে আইসল্যান্ডের ব্লু লেগুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
স্পা করাতে আইসল্যান্ডের ব্লু লেগুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা! ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা

ভারতের পশ্চিমবঙ্গের তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাদের সম্পর্কের বয়স এক যুগ পেরিয়ে গেলেও এখন সাত পাকে বাঁধা পড়েননি তারা।

ঘুরতে বেশ ভালোবাসেন দুজনেই। এবার ছুটি কাটাতে আইসল্যান্ডে গেছেন তারা।

আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে নীল জলে শরীর ডুবিয়ে রাখতে দেখা গেছে এই তারকা জুটিকে।

আইসল্যান্ডে এই জায়গাটা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়৷ আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকেই নাকি এই স্পাতে যান। তেমনই এবার পৌঁছে গেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

নীল জলে প্রিন্টেড বিকিনি পরে মেকআপ ছাড়াই ক্যামেরায় পোজ দিয়েছেন ঐন্দ্রিলা। ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেভেন, স্বপ্ন।

সত্যিই যেন তাই, কনকনে ঠান্ডার মধ্যে ব্লু লেগুনের উষ্ণ পানিতে গোসল করার মজাটাই আলাদা। তবে এর জন্য আগে থেকে বুকিং করতে হয়।

চারিদিকে পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডে প্রতিদিন ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে। ব্লু লেগুনের উষ্ণ পানিতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও সিলিকা রয়েছে। এর তাপমাত্রা থাকে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেললিয়াস।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।