ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফখরুল হাসানের কথায় গাইলেন সালমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ফখরুল হাসানের কথায় গাইলেন সালমা

ক্লোজআপ তারকা খ্যাত নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য আরও একটি গান নিয়ে এসেছেন। ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান।

সুর করেছেন রোহান রাজু।

এ গানটির কথা হচ্ছে, ‘তুমি আমার একজীবনে ব্যথারই বকুল/ তোমার আমার প্রেমে ছিল, মস্ত বড় ভুল। ’ চমৎকার কথা ও সুরের গানটি ৩ জুন প্রকাশিত হয়েছে। লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে গীতিকার ফখরুল হাসান বলেন, সালমার কণ্ঠ ও গায়কী আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। এবার আমার সেই স্বপ্ন সত্যি হলো। তিনি অসাধারণ গেয়েছেন। গানটি আমার মন ছুঁয়ে গেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।