ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলার নতুন গানে শিবলুর সঙ্গে থাকছেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
কোক স্টুডিও বাংলার নতুন গানে শিবলুর সঙ্গে থাকছেন যারা আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম ও ইমন চৌধুরী

কোক স্টুডিও বাংলার সর্বশেষ প্রকাশিত গান ‘নদীর কূল’। ভাটিয়ালি গানটিতে উঠে এসেছিল নদীর কূলের হাহাকার।

তবে এবার আসছে হৃদয় ভরানো ভালোবাসার গান।

‘ফুল ফুটেছে গন্ধ সারা গায়’ এমন কথায় সাজানো গানটির শিরোনাম ‘ফুল ফুটেছে’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু। যিনি আলোচিত সিনেমা ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন।

গানটিতে শিল্পী আরফান মৃধার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাউল শিল্পী আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজিয়েছেন তিনি।

জানা গেছে, শনিবার (১০ জুন) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন গানটি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।