ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরতির ঘোষণার এক দিনের মধ্যেই কাজলের ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
বিরতির ঘোষণার এক দিনের মধ্যেই কাজলের ফেরা কাজল

‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি…’ শুক্রবার (০৯ জুন) সকালে সামাজিকমাধ্যমে কাজলের এই পোস্টই নাড়িয়ে দেয় গোটা বলিউডকে। পোস্টটির মাধ্যমে সামাজিকমাধ্যম থেকে বিরতির ঘোষণা দেন এই অভিনেত্রী।

এমন ঘোষণার মাত্র এক দিনের মাথায়ই ফিরলেন কাজল! অভিনেত্রীর এমন প্রত্যাবর্তন যেমন অবাক করেছে ভক্তদের, তেমনই নিজেদের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় দারুণ খুশি নেটিজেনরা।

অভিনেত্রীর বিরতির ঘোষণায় নেটিজেনদের দাবি ছিল, প্রচারের কৌশল হিসেবেই এমন কাজ করেছেন কাজল। যা শতভাগ সত্য প্রমাণ হলো কাজলের নতুন পোস্টে।

‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’, শুক্রবার কাজলের এই পোস্টটি দাবানলের গতিতে ভাইরাল হয়। সামাজিকমাধ্যম থেকে ক্ষণিকের অবসর ঘোষণা করে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই ঘটনার পর এক রাতও কাটল না। ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন ঘটল কাজলের।

শনিবার (১০ জুন) সকালে কাজল প্রকাশ্যে নিয়ে এলেন ‘দ্য ট্রায়াল-প্যায়ার কানুন ধোঁকা’র ট্রেলার। ক্যাপশনে লেখেন, ‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে তুমি। ’

কাজলের সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক। এতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। আসছে ১২ জুন হটস্টারে স্ট্রিমিং হবে কাজলের আসন্ন সিরিজটি।

সুপর্ণ ভার্মা পরিচালিত সিরিজটিতে আরো অভিনয় করছেন ফ্লোরা সাইনি, শিবা চাড্ডা, যিশু সেনগুপ্ত, অ্যালি খান, শিনা চৌহানের মতো তারকা। এছাড়াও সামনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।