ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি তোমার ওই সব সাবেক প্রেমিকার মতো নই: পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আমি তোমার ওই সব সাবেক প্রেমিকার মতো নই: পরীমণি পরীমণি

বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। তাদের আর একসঙ্গে থাকা হবে না এমন ভাষ্য উভয়ের।

মূলত রাজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস নিয়েই তাদের মধ্যে কলহ শুরু হয়। পরে পাল্টাপাল্টি বক্তব্যে বলেন, বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র।  

সম্পর্কের এই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার (২৩ জুন) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যে স্ট্যাটাসে পরী ফের তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টিই স্পষ্ট করলেন।  

পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। ’ 

পরীমণির এই  স্ট্যাটাসে সঙ্গে তসলিমা নাসরিনের লেখা, ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের যথেষ্ট  মিল আছে। কবিতাটির কয়েকটি লাইন এমন, ‘অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরেই, অথচ দেখা হবে না। ’

অবশ্য পরীমণির ওই স্ট্যাটাসটি নাকি রাজকে ইঙ্গিত করেই দেওয়া- এমনই দাবি নেটিজেনদের। যদিও তার লেখায় কোথাও উঠে আসেনি রাজের নাম।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।