ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘অচিনপুর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘অচিনপুর’

আসছে ডিসেম্বরের প্রথম দিন থেকে প্রচার হবে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। এরপর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সপ্তাহের তিনদিন শনি, রবি, সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে  প্রচার হবে নাটকটি।

 

কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন। চঞ্চলের সংগীতে অচিনপুর নাটকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা।

এ নাটকে অভিনয় করেছেন আনিকা কবির শখ, আ.খ.ম হাসান, স্বর্ণলতা, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হক, শফিক খান দিলু, বিনয় ভদ্র,তারেক স্বপন, ওবিদ রেহান, সিলভিয়া, শাহেদ শাহরিয়ার, সঞ্চিতা দত্ত, গুলশান আরা, ম. সালাম, আশরাফ কবির, রেজমিন সেতু, হেদায়েত নান্নু, তানভীর মাসুদ, ইমরান হাসো, আমিরুল ইসলাম, টুনটুনি সোবহানসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছেন এমজেএইচ আইটি সলিউশন। অচিনপুর নাটকের নির্মাণ ও প্রচারের অনুভূতি জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে পরিচালক কায়সার আহমেদ বলেন, অচিনপুর আমার পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক। এই নাটকের গল্পে দর্শকরা পাবেন হাসি, কান্না, দুঃখ, প্রেম ভালোবাসা। গল্পে গল্পে প্রতি পর্বে মজার এবং সিরিয়াস বিষয় নিয়েও নাটকের চরিত্রগুলো এগিয়ে যাবে, আশা করছি দর্শকরা অচিনপুর খুব উপভোগ করবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।