ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফাহিমের কন্ঠে নতুন হিন্দি গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ফাহিমের কন্ঠে নতুন হিন্দি গান আফরিনা তৃণ-ফাহিম ইসলাম

তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানেরও চর্চা করছেন। এবার আসছে তার নতুন হিন্দি গান।

শিরোনাম ‘তু হে কাহা’। এতে মডেল হয়েছেন র‌্যাম্প তারকা আফরিনা তৃণ।

এর আগে ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’। যেটি ইতোমধ্যেই ৫০ লাখের বেশি ভিউয়ার পেয়েছে। এরপর ‘গালি গালি’ শিরোনামের আরও একটি হিন্দি গান করেন তিনি।  

নতুন গানের বিষয়ে ফাহিম ইসলাম বলেন, একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনও সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। রাশেদ মজুমদারের পরিচালনায় নতুন এই গানের সুর করেছেন অম্লান চক্রবর্তী । বিক্রম চৌধুরীর কথায় এ গানটি আসছে ৩রা জুলাই ইউটিউবে ডেডলাইন রেকর্ডস চ্যানেলে প্রকাশ হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে প্রকাশ করেন। এছাড়া প্রায় ২০টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। গেয়েছেন বলিউডের মোনালি ঠাকুরসহ অনেকের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।