ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে প্রেক্ষাগৃহে ‘ক্যাসিনো’ নিয়ে আসছেন নিরব-বুবলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ঈদে প্রেক্ষাগৃহে ‘ক্যাসিনো’ নিয়ে আসছেন নিরব-বুবলী

আসন্ন ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখিয়েছেন রাজিব সরোয়ার।

ঈদে মুক্তি প্রতীক্ষিত হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে এখনও এগিয়ে আছে ‘ক্যাসিনো’ সিনেমাটি।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিনেমাটির প্রযোজক। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নিরব ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।

এ সময় নিরব বলেন, শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ‘ক্যাসিনো’।

বুবলী বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, ভালো লাগছে। ইতোমধ্যেই সিনেমার প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছে। এছাড়া গানটিও আপনারা দেখলেন, আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি পছন্দ করবে।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে নিরব-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।