ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খানের আলোচিত সিনেমায় জাহিদ আকবরের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
শাকিব খানের আলোচিত সিনেমায় জাহিদ আকবরের গান

রোজার ঈদে ‘সুরমা সুরমা’ গান দিয়ে আলোচনায় থাকা গীতিকবি জাহিদ আকবর আবার গান লিখেছেন শাকিব খানের সিনেমায়। ‘গভীরে’ শিরোনামে এবারের গানটি থাকছে ঈদের ‘প্রিয়তমা’ সিনেমায়।

সাজিদ সরকারের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছে রেহান রসুল ও প্রিয়াংকা গোপ।  

নতুন এ গান প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘সুরমা সুরমা’ গানের সাফল্যের পর শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমায় ‘গভীরে’ শিরোনামে গানটা লিখেছি।  

জাহিদ আকবর বলেন, ‘গভীরে গানটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার মতো গান, উত্তেজনার কোনো গান নয়। শিরা-উপশিরায় ভালোবাসা ছড়িয়ে যাওয়ার মতো গান। গল্পে শাকিব খানের ৮০ বছরের লুকের ডামি ছবি দেখে গানটা  লিখতে বেশি উৎসাহী হয়েছিলাম। গানটা শুনে শ্রোতারা বলতে পারবেন কেমন হয়েছে। ’ 

তিনি বলেন, ‘সিনেমায় শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে এমন আগে হয়নি। সে কারণে সিনেমাটার অংশ হতে পারা অনেক আনন্দের। প্রিয় শ্রোতা ও শাকিবিয়ানদের জন্য এটাই আমার ঈদের উপহার। ’

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।