ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাদি মহাম্মদ ও শিবলী মহাম্মদের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সাদি মহাম্মদ ও শিবলী মহাম্মদের মা মারা গেছেন

স্বনামধন্য সংগীতশিল্পী সাদি মহাম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মহাম্মদের মা বেগম জেবুন্নেসা সলিমুল্লাহ আর নেই। শনিবার (৮ জুলাই) ভোর ৬টায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুই শিল্পীর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ।

তিনি বলেন, স্বনামধন্য নৃত্য পরিচালক, আমাদের গুরু শিবলী মহাম্মদ এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী সাদি মহাম্মদের মা আজ মারা গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং মরহুমার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। আমিন।

দুই ভাই সাদি মহাম্মদ ও শিবলী মহাম্মদের শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের মায়ের। তাদের মা ছিলেন সংস্কৃতিমনা। তিনি গান-বাজনা পছন্দ করেন। তাই চাইতেন, তার সন্তানদের মধ্যে কেউ যেন বড় শিল্পী হয়। দুই ভাই মায়ের সেই প্রত্যাশা পূরণ করেছেন।  

ধনাঢ্য ব্যক্তি ছিলেন শিবলী মহাম্মদের বাবা শহীদ সলিমুল্লাহ। শুরু থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা। একাত্তরের ২৩ মার্চ তিনি মোহাম্মদপুরের তাজমহল রোডে নিজের বাসার ছাদে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন।

তিনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে স্বীকৃত। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা সাদী-শিবলীদের বাড়ি পুড়িয়ে দিয়ে শহীদ সলিমুল্লাহকে হত্যা করে। তার স্মরণেই রাজধানীর মোহাম্মদপুরে একটি রাস্তার নামকরণ করা হয়েছে তার নামে।

শহীদ সলিমুল্লাহর মৃত্যুর পর পরিবারের হাল ধরেন তার স্ত্রী বেগম জেবুন্নেসা সলিমুল্লাহ। কোটিপতির বাড়িতে পুত্রবধূ হয়ে এসে তিনি অসহায় দিনগুলোতে সেলাই করে সংসার চালিয়েছেন! মানুষ করেছেন ছয় পুত্র আর চার কন্যাকে। যাদের মধ্যে দেশের সাদি মহাম্মদ ও শিবলী মহাম্মদ উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।