ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

ময়ূরাক্ষীর পোস্টারে ‘ম্যাডাম তুলি’ ববি! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ময়ূরাক্ষীর পোস্টারে ‘ম্যাডাম তুলি’ ববি! 

বহুল আলোচিত সিনেমা ‘ময়ূরাক্ষী’ মুক্তি পেতে যাচ্ছে আসছে সেপ্টেম্বরে। এ লক্ষ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।

এর অংশ হিসেবে রোববার (১৬ জুলাই) প্রকাশ পেলো সিনেমার ফাস্ট লুক পোস্টার।

যেখানে দেখা যাচ্ছে, দেয়ালে লাগানো চিত্রনায়িকা ইয়ামিন হক ববির আবেদনময়ী সিনেমার পোস্টার, নাম ‘ম্যাডাম তুলি’। এর নির্মাতা খালেক আফসারী! সেই দেয়ালে আরও লাগানো আছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহম্মেদ মিলনের ছেঁড়া ফাটা পোস্টার, রাজধানীজুড়ে যার পোস্টার সাঁটানো। নিচে শুয়ে আছেন একজন যুবক।  

সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এরপর আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে।

এই নির্মাতা বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।

‘ময়ূরাক্ষী’-তে প্রধান অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।  

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।