ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

বিনোদন

ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি তানিয়া বৃষ্টি

ছোট পর্দার এই সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তিন দিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ জুলাই) উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। তাকে পরীক্ষা করতে বলেন। এর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

জানা গেছে, বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তানিয়া। এখনো তার প্রচণ্ড জ্বর রয়েছে, কমছে না। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি এবারের ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছেন। যেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।