ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব-বুবলির সঙ্গে গিয়ে জয়ের স্কুলেই ভর্তি হলো বীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
শাকিব-বুবলির সঙ্গে গিয়ে জয়ের স্কুলেই ভর্তি হলো বীর

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয় যে স্কুলে পড়ছে সেখানেই ভর্তি হয়েছে শাকিব-বুবলির সন্তান শেহজাদ খান বীর।  

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুলে ভর্তি করা হয়েছে তাকে।

 

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্কুলের প্রথম দিন বীরকে সেখানে পৌঁছে দেন তার বাবা ও মা।

সে তথ্য নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী।

যেখানে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, স্কুলের করিডরে, ক্লাসরুমে বীরকে কোলে নিয়ে শাকিব খান। পাশেই বুবলী।  

 

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুল এর প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে। ’

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বুবলী লিখেছেন, ‘সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। ’

পোস্টটি সন্তান বীরের অ্যাকাউন্টেও পোস্ট করেছেন বুবলী।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।