ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

বিটিভির প্রিভিউ কমিটি থেকে আরশ খানের পদত্যাগের সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
বিটিভির প্রিভিউ কমিটি থেকে আরশ খানের পদত্যাগের সিদ্ধান্ত 

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে সভাপতি করে ১৫ সদস্য নিয়ে টেলিভিশনটির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়। গেল ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়।

কমিটির প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক।

এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে নাম রয়েছে এই সময়ের অভিনেতা আরশ খানেরও। যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশের নাম থাকায় সমালোচনায় মেতে উঠেন অনেকে।

এবার আরশ নিজেই সেই কমিটি থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন আরশ নিজেই।  

রোববার (২২ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে আরশ খান লেখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহাদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।

এরপর এই অভিনেতা লেখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয় আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।

তিনি আরও লেখেন, আমি আরশ মহান সৃষ্টি কর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়জিত থাকব একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে আরশ ছাড়া আরও রয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক-নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।