ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘এ শহর’ ও সমরজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
‘এ শহর’ ও সমরজিৎ ...

সংগীতশিল্পী সমরজিৎ রায়। বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম।

সম্প্রতি কলকাতায় ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। এ পর্যন্ত তাঁর কণ্ঠে ১২৫টির মতো মৌলিক গান প্রকাশিত হয়েছে। যার বেশিরভাগই শ্রোতাপ্রিয় হয়েছে।  

সেই ধারাবাহিকতায় আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ। গানটির শিরোনাম ‘এ শহর’।  

‘এ শহর যেন ছুঁয়ে আছে তোমায়, এ শহর আজো গোপনে কাঁদায়’ এমন অসাধারণ কথার গানটি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হবে সমরজিতের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।  

বিনোদ রায়ের স্টুডিওতে কণ্ঠ ধারণকৃত গানটি লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। গানের দৃশ্য ধারণে ছিলেন শামীম হোসেন। ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।  

গান প্রসঙ্গে সমরজিৎ বলেন, ‘শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর গানগুলোই সাধারণত শ্রোতারা আমার কণ্ঠে বেশি পছন্দ করেন। তবে এটি একটু ভিন্ন ধারার মেলোডিয়াস গান যা শ্রোতাদের কানে আরাম এবং মনে ভীষণ আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। হঠাৎ করেই খুঁজে পাওয়া সঞ্জয় রায়ের মতো এমন একজন গুণী গীতিকারের অসাধারণ লেখনির গানটি শুনে অনেকেই হয়তো নিজের অজান্তেই তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি রোমন্থন করবেন’।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।